Skip to main content

Posts

Showing posts from 2011

ম্যাঙ্গো ট্যুরে চাপাই নবাবগঞ্জ

এক বন্ধু বলল, ম্যাঙ্গো ট্যুরে যাবে নাকি? আমি রাজি হয়ে গেলাম। কাকরাইল থেকে খুব ভোরে যাত্রা শুরু হল। শুক্রবার হলেও জ্যাম ঠেলতে ঠেলতে চাপাই নবাবগঞ্জের দিকে আমাদের গাড়ি ছুটে চল্ল। পথে জুমার নামাজের কিছুক্ষণ বিরতি। তারপর নাটোর উত্তরা গণভবন, রাণীভবানীর রাজবাড়ি। সেখান থেকে পদ্মার পাড়ে রাজশাহী ক্যাডেট কলেজ, সারদা পুলিশ একাডেমী দেখলাম। রাতে রাজশাহী অবস্থান। পরদিন ভোরে পদ্মার পাড় ধরে চলে যাওয়া হাইওয়ে দিয়ে চাপাই চল্লাম। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু আমের বাগান। আমগুলো এমনভাবে ঝুলে আছে যেন মাটিতে শুয়ে আম পাড়া যাবে। অথচ ছোট-বড় কেউ আম পাড়ে না! এখানকার লোকজন এত ভদ্র! পরে জানতে পারলাম, আম বিষয়ে এখানে আইনকানুন ভীষণ কড়া। অনুমতি ছাড়া আম পাড়লে সেটা খুনোখুনি পর্যায়ে চলে যায়। তবে তলায় পড়া আমের কোন মালিকানা নেই, যে পাবে সেটা তার। আমের এত প্রাচুর্য কানসাট বাজারে দু'মাইল রাস্তার দুপাশে হরেক পদের আম। গোপালভোগ, হিমসাগর, ক্ষিরসাপাত, নেংড়া, আম্রপলি, আশ্বিনা, ফজলি, কাজিপসন্দ, রানীপছন্দ, গোলাপমুখী ইত্যাদি ঝুড়ি ভর্তি আমের সমাহার। তিনমাস ধরে এখানে এই জমজমাট ব্যবসা চলবে। আমরা সোনা মসদিজ স্থলবন্দরের...

New Calligraphy illumination

আলজেরিয়ায় মিনেয়েচার এবং ইল্যুমিনেশ ফেস্টিভ্যালে ২০১১ আমি এই আর্ট ওয়ার্কটি পাঠিয়েছি।

নারকেল জাজিরায় দুদিন

হিমছড়ির বসতি হিমছড়ির ৩শ ফুট উপর থেকে দূরে কক্সবাজার সৈকত ডলফিন রিসোর্ট! হিমছড়ির ৩শ ফুট উপর হিমছড়ি ছড়া ইনানি সৈকত হিমছড়ির পাহাড়ের খাড়া ঢালে বকরির ছানা দূরে নারকেল জাজিরা হিমছড়ি শাহপরি ঘাটে জাহাজ ইনানীতে মজা করা মিয়ানমার কোস্টগার্ড চৌকি কেয়ারি সিন্দবাদ, নারকেল জাজিরার উদ্দেশে ছেড়ে যাবার আগে প্রবাল দ্বীপে যাচ্ছি সবাই, জাহাজে ওঠার পালা জাজিরার অতিথিপরায়ন সাদেকা বিবি, ছয় কন্যা সাত পুত্র জননী আমাদের পেট পুরে ডাবের পানি ও পান-সুপারি দিয়ে আপ্যায়ন করেন নাফ নদীর ওপারে মিয়ানমার জাজিরার হোটেল অবকাশের ঝাউবাগানে প্রবালদ্বীপের সৈকতে জাজিরা সৈকতে গোসল জাজিরার পাহারাদারেরা নারকেল জাজিরা (সেন্টমার্টিন) অভিমুখে চলেছি আমরা টেকনাফের শাহপরি দ্বীপ ঘাটে মাছধরা ভ্যাসেল আমাদের পিছু পিছু আসছে কুতুবদিয়া ও কাজল জাজিরার পাহারাদারেরা নারকেল জাজিরা (সেন্টমার্টিন) জাজিরা সৈকতে রিনি অনেকদিন থেকে ইচ্ছে ছিল নারকেল জাজিরা দেখতে যাব। শেষ পর্যন্ত সংক্ষিপ্ত এ ভ্রমণের সুযোগ পেয়ে গেলাম। রাত ১০টার গাড়িতে রওনা দিলাম কক্সবাজার। ঢাকার ফকিরাপুলে অনেকগুলা বাস কাউন্টার আছে, দেখে শুনে যে কোন একটায় উঠলেই হ...